প্রকাশিত:
২ ঘন্টা আগে

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ খবর দিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানি বিক্ষোভকারীকে (এরফান) আর মৃত্যুদণ্ড দেয়া হবে না। অন্যদের ক্ষেত্রেও তা প্রযোজ্য।
মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘এটি ভালো খবর, আশা করি তা অব্যাহত থাকবে!’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কারাজ শহরের রাস্তায় আরও অনেকের সাথে বিক্ষোভ করছিলেন পোশাক শিল্পে কর্মরত এরফান সোলতানি। এ সময় তাকে গ্রেফতার করা হয়। দ্রুত বিচারে তার ফাঁসির রায় দেয়া হয়।
সিএনএনের প্রতিবেদন মতে, মাত্র তিনদিনের বিচার শেষে এরফানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আদালতের বিচারপ্রক্রিয়ায় সোলতানির পরিবারের কোনো স্বজন কিংবা বন্ধুকে উপস্থিত থাকতে দেয়া হয়নি বলেও অভিযোগ ওঠে।
গেল বুধবার (১৪ জানুয়ারি) তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। এজন্য শেষবারের জন্য পরিবারের সাথে দেখা ও বিদায় জানানোর সুযোগ দেয়া হয়েছিল।
তবে এদিন শেষ মুহূর্তে এসে এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।